গ্লোবাল হেলথ কনফারেন্স, অস্ট্রেলিয়া স্বাস্থ্য-সোপান
পড়ছি মেডিকেল কলেজে। রাতদিন তাই ব্যস্ত থাকতে হয় ক্লাস আর ব্যবহারিক ক্লাসে। এরই মধ্যে সুযোগ এল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল হেলথ কনফারেন্স অংশ নেওয়ার। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার তাসমানিয়ার হোবার্টে আয়োজিত এই বার্ষিক সম্মেলনে বাংলাদেশসহ ১৫টি দেশ অংশ নেয়। একজন মেডিকেল শিক্ষার্থী একজন ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্যসমস্যাগুলো সমাধানে কীভাবে এগিয়ে আসতে পারেন, সে বিষয়ে বিভিন্ন কর্মশালা আয়োজিত হয়েছিল এই সম্মেলনে। চারটি পর্বে সম্মেলনের কার্যক্রম ...
Posted Under : Health News
Viewed#: 44
আরও দেখুন.

